২ মার্চ, ২০২৪ ১৭:১২

দেশের প্রথম জাতীয় নারী স্কোয়াশ টুর্নামেন্ট শেষ হলো আইইউবিতে

অনলাইন ডেস্ক

দেশের প্রথম জাতীয় নারী স্কোয়াশ টুর্নামেন্ট শেষ হলো আইইউবিতে

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর নবনির্মিত স্কোয়াশ কোর্টে ২৮-২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো দেশের প্রথম নারী স্কোয়াশ টুর্নামেন্ট।

বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৬০ জন মেয়ে অংশ নেন।

তাদের মধ্যে ১০ জন এসেছেন গোপালগঞ্জ এবং খাগড়াছড়ির পিছিয়ে পড়া এলাকা থেকে। অনূর্ধ্ব ৯, ১১, ১৩, ১৫ এবং ওপেন – এই ৫টি শ্রেণিতে ভাগ হয়ে তারা টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন।

গত বৃহস্পতিবার আইইউবির স্কোয়াশ কোর্টে প্রতিযোগিতার ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, ট্রাস্টি বোর্ডের সদস্য এ কাইয়ুম খান, উপাচার্য অধ্যাপক তানভীর হাসান, প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, এবং বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রি. জে. (অব.) কামরুল ইসলাম।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর