৭ মার্চ, ২০২৪ ১৬:০৬

হাবিপ্রবিতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

দিনাজপুর প্রতিনিধি

হাবিপ্রবিতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন করা হয়েছে। 

কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫-১০মার্চ আন্তঃঅনুষদীয় টেবিল টেনিস প্রতিযোগিতা, ৬ থেকে ১৩ মার্চ শিক্ষার্থীদের অংশগ্রহণে “বঙ্গবন্ধু প্রদত্ত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও বাঙালির রাষ্ট্র গঠনের স্লোগান” শীর্ষক স্বহস্থে লিখিত রচনা প্রতিযোগিতা এবং দিনটি উপলক্ষ্যে ৬ মার্চ টিএসসি প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আন্দোলন সংগ্রাম নিয়ে নির্মিত ডকুমেন্টারি এবং চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন। 

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর