ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। এবছর প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেছে প্রায় ৫৫ জন।
আজ শনিবার সকাল ১১টা থেকে ১২.৩০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রেখে পরীক্ষার্থীদের জন্য গ্রহণযোগ্য, সুন্দর ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এই ইউনিটে ১৩০ টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা হলো ৭,০৫২জন।
বিডি প্রতিদিন/নাজমুল