শিরোনাম
২০ মার্চ, ২০২৪ ০১:২৫

চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

অনলাইন ডেস্ক

চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮ টায় ফলাফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ১৫ হাজার ৮২৪ জন। পাসের হার ৩৫ দশমিক ৬ শতাংশ। ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজ উদ দৌলা।

গত শনিবার (১৬মার্চ) অনুষ্ঠিত হওয়া চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৪ হাজার ৪৪৯ জন। এর মধ্যে পাস করেছেন ১৫ হাজার ৮২৪ জন। পাসের হার ৩৫ দশমিক ৬ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ২৮ হাজার ৬২৫ জন। অকৃতকার্যের হার ৬৪ দশমিক ৪ শতাংশ।

ভর্তি পরীক্ষার ফলাফল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। চবির সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট আসন রয়েছে ৯৫৮টি।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর