২৬ এপ্রিল, ২০২৪ ১৪:৩৫

সমাবর্তনের অজুহাতে শিক্ষার্থীদের সনদ আটকে না রাখার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

অনলাইন ডেস্ক

সমাবর্তনের অজুহাতে শিক্ষার্থীদের সনদ আটকে না রাখার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

সমাবর্তন হয়নি এ দোহাই দিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সনদ আটকে না রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ নির্দেশনা সংক্রান্ত একটি পোস্ট করা হয়।

এতে জানানো হয়, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষা সনদ দিতে আইনগত কোনো বাধা নেই। সুতরাং সমাবর্তন না হওয়া পর্যন্ত সনদ আটকে না রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করা হয়েছে।’

সমাবর্তন ব্যতীত শিক্ষার্থীদের সনদ দেয় না বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়। মালিকানা দ্বন্দ্ব, নিয়মিত ভিসি না থাকা, ইউজিসি ও মন্ত্রণালয়ের বিধিবিধান না মানাসহ বিভিন্ন কারণে নিয়মিত কনভোকেশনের অনুমোদন দেয় না সরকার। আর এ অজুহাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো হাজার হাজার গ্র্যাজুয়েটের সনদ আটকে রাখে বলে অভিযোগ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর