১২ মে, ২০২৪ ২০:১৯

ইবির ‘ডি’ ইউনিটে পাস ৭৯ শতাংশ, প্রথম আশিক মিয়া

ইবি প্রতিনিধি

ইবির ‘ডি’ ইউনিটে পাস ৭৯ শতাংশ, প্রথম আশিক মিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের অধীন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাস করেছেন ১৪০৬ জন। মোট পরীক্ষা দিয়েছেন ১৭৭৪। মোট পরীক্ষার্থীর ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এ ইউনিটে ১০৮ মার্কস পেয়ে প্রথম হয়েছেন আশিক মিয়া এবং ১০৪ পেয়ে দ্বিতীয় হয়েছেন ফেরদৌস ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।

রবিবার ‘ডি’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান আশ্রাফি এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ইউনিটে ৩২০টি আসনের বিপরীতে আবেদনকারী ১ হাজার ৯০৬ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭৭৪  জন পরীক্ষায় অংশগ্রহণ করে। উপস্থিতির হার ছিল ৯৩ শতাংশ। ৩২০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

এছাড়াও দুটি অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে। পরে আসন খালি থাকা সাপেক্ষ অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীরা বিষয় নির্বাচন দিতে পারবে।

এবার ‘ডি’ ইউনিটে প্রথম হয়েছেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী আশিক মিয়া। তার প্রাপ্ত নম্বর ৬৮ দশমিক ৭৫। দাখিল এবং আলিমের রেজাল্টের ভিত্তিতে তার মোট প্রাপ্ত নম্বর ১০৮ দশমিক ৫১। আশিক গাজীপুরের শ্রীপুর উপজেলার হয়দেবপুর গ্রামের তফাজ্জল খানের ছেলে। তিনি গলদাপাড়া দাখিল মাদ্রাসা থেকে জিপিএ-৪.৯৪ নিয়ে দাখিল ও তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ নিয়ে আলিম পাস করেন।

‘ডি’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান আশ্রাফি বলেন, ধর্মতত্ত্ব অনুষদের সমন্বয়ক হিসেবে আমি বলতে চাই সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রস্তুত করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর