১৩ মে, ২০২৪ ২১:০৪

কুমিল্লায় শিক্ষার্থীদের জন্য ফিল্ম ফেস্টিভ্যাল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় শিক্ষার্থীদের জন্য ফিল্ম ফেস্টিভ্যাল

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আয়োজনে ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত নিজস্ব ক্যাম্পাসে বিভাগের সেমিনার রুমে বড় পর্দায় দু’টি সিনেমা প্রদর্শিত হয়। 

ইংরেজি বিভাগের ওয়ার্ল্ড ইপিকস ও উইলিয়াম শেক্সপিয়ার এই দু’টি কোর্সের অংশ হিসেবে দু’টি মুভির বিশেষ অংশ শিক্ষার্থীদের জন্য প্রদর্শন করা হয়। শুরুতে গ্রিক মহাকবি হোমারের বিখ্যাত মহাকাব্য ইলিয়াট অবলম্বনে নির্মিত মুভি ট্রয় প্রদর্শন করা হয়। পরবর্তীতে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক এজ ইউ লাইক ইট অবলম্বনে নির্মিত মুভি প্রদর্শন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মনির হোসেন। 

বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন ড. আলী হোসেন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এমদাদুল হক সোহাগ, ইংরেজি বিভাগের প্রভাষক মো. নুরুল আমিন। 

এ সময় বক্তারা বলেন, দু’টি কোর্সের অংশ হিসেবে মুভি প্রদর্শন করা হয়েছে। বড় স্ক্রিনে সবাই মিলে দেখার কারণে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে। এতে শিক্ষার্থীরা সহজে কোর্স দু’টি আয়ত্বে আনতে পারবে। কোর্স দু’টি পড়ার সাথে সাথে মুভির চরিত্রগুলো সামনে চলে আসবে, গল্পটি তাদের হৃদয়ে গেঁথে যাবে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর