২৮ মে, ২০২৪ ১৮:৪৮

সাপের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু, ২ লাখ টাকা পেল পরিবার

রাবি প্রতিনিধি

সাপের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু, ২ লাখ টাকা পেল পরিবার

মৃত শিক্ষার্থী শাকিনুর রহমানের পরিবারকে দুই লাখ টাকা প্রদান করা হয়েছে

সাপের কামড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মৃত শিক্ষার্থী শাকিনুর রহমানের পরিবারকে দুই লাখ টাকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার মৃত ছাত্রের মা রাশিদা বেগমের নিকট এ টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তরুণ কুমার জোয়ার্দ্দারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, স্বাস্থ্যবীমা প্রকল্পের আওতায় জেনিথ ইসলামি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই বছরের চুক্তি রয়েছে। চুক্তির শর্ত অনুসারে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কোনো শিক্ষার্থী অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেলে তার পরিবার দুই লাখ টাকা পাবে।

এ ব্যাপারে ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ বলেন, ওই শিক্ষার্থীর মৃত্যুতে আমরা শোকাহত। সমবেদনা ছাড়া ওই পরিবারকে তো সন্তান ফিরে দেওয়ার সাধ্য কারো নেই। এই সামান্য টাকা হয়তো তার পরিবারের অন্য কাজে আসবে। তবে আমরা চাই না, এভাবে আমাদের কোনো সন্তানের অপমৃত্যু হোক।

এর আগে, গত ৬ মে সন্ধ্যায় পদ্মার পাড়ে সাপের কামড়ে আহত হন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিনুর রহমান। এ ঘটনায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর