৫ জুন, ২০২৪ ১২:১১

রিমালে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী দিল ইবি ছাত্রলীগ

ইবি প্রতিনিধি:

রিমালে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী দিল ইবি ছাত্রলীগ

প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ভোলার চরফ্যাশন এলাকায় অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। ত্রাণ সামগ্রী পেয়ে খুশি হয়েছেন অসহায় মানুষ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সম্পাদক নাসিম আহমেদ জয়ের নির্দশনায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শাহীন পাশার নেতৃত্বে অন্যান্যরা এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চালা, ডাল, পেয়াজ, রসুন, আলু, তেল, চিড়া, মুড়ি, পানি, খাবার স্যালাইন, মোমবাতি, বিস্কুট ও প্রয়োজনীয় ঔষধ।

ত্রাণ পেয়ে সবুজ ইসলাম বলেন, আমাদের উপকার হইছে অনেক। আমরা কদিন খাইতে পারব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ জাতির যেকোনো দুর্যোগে, সংগ্রামে ও সংকটে বেরিয়ে পড়ি। তারই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে ভোলার ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায়দের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর