৭ জুন, ২০২৪ ১৮:৩৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এবং নীলক্ষেত হাই স্কুলে ৫০টি করে মোট ১০০টি বৃক্ষ রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রাজীব আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শিবলী সাদিকের সমন্বয়ে এই কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের স্কুলছাত্র বিষয়ক সম্পাদক রাজীব আহমেদ বলেন, শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণকে আমরা আরও অগ্রসর করব।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্কুলছাত্র বিষয়ক সম্পাদক শিবলী সাদিক বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের সাথে নিয়েই উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাবে এবং দেশরত্নে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে অগ্রসর ভূমিকা রাখবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর