১০ জুন, ২০২৪ ২০:৪৮

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় বাড়ল

অনলাইন ডেস্ক

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় বাড়ল

ফাইল ছবি

কারিগরি জটিলতায় কারণে চলমান একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী, ভর্তিচ্ছুরা আগামী ১৩ জুন রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আগের ঘোষিত সময় অনুযায়ী, ১১ জুন প্রথম ধাপের আবেদন করার সময় শেষ হওয়ার কথা ছিল।

আজ সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ মে শুরু হওয়া এ আবেদনের শেষ সময় ছিল ১১ জুন পর্যন্ত। এখন তা দুই দিন বাড়ল।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির জন্য এখন পর্যন্ত সাড়ে ১২ লাখের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন। তারা ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৪ ইএসভিজি চয়েস (কলেজ পছন্দ) দাখিল করেছেন। এর মধ্যে পেমেন্ট সম্পন্ন করেছেন ১২ লাখ ৯ হাজার ৬১৫ আবেদনকারী।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর