২৫ জুন, ২০২৪ ১৫:২৪

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে জাবি শিক্ষকরা

জাবি প্রতিনিধি

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে জাবি শিক্ষকরা

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা। মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এছাড়া, এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল।

সার্বিক বিষয়ে জাবি শিক্ষক সমিতির সভাপতি ও আইবিএ বিভাগের অধ্যাপক মো. মোতাহার হোসেন বলেন, ‘এ প্রত্যয় স্কিম যদি সর্বজনীন হয়, তাহলে কেন শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য? এছাড়া, তাহলে কেন একই সময়ে অন্যান্য সরকারি চাকরিজীবীদের জন্য বাস্তবায়ন করা হচ্ছে না। আমরা মনে করছি এটা আমাদের জন্য বৈষম্যমূলক এবং এর মাধ্যমে সরকারকে বিব্রত করা হচ্ছে। এ স্কিম বাস্তবায়িত হলে ভবিষ্যতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে নিরুৎসাহিত হবে। আমাদের দাবি, অতি শিগগিরই এ স্কিম বাতিল করতে হবে। নইলে আমরা ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাবো।

এদিকে, দাবি আদায় না হলে ২৬, ২৭ জুনও অর্ধদিবস কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর