শিরোনাম
২৭ জুন, ২০২৪ ১৬:৪৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম কোনো বাধা থাকল না। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অধিশাখা-২ এর যুগ্মসচিব পারভেজ হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয় হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

এর আগে, ২০২০ সালের শেষে নিয়োগ কার্যক্রমে অনিয়ম-দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ কার্যক্রম নিষেধাজ্ঞা দেয় শিক্ষা মন্ত্রণালয়। তখনই অন্য চিঠিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা তৈরির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।  ২০২২ সালে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নতুন নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হয়। তবে গত বছরের জুলাইয়ে ফের নিয়োগ দেয় মন্ত্রণালয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর