শিরোনাম
৩০ জুন, ২০২৪ ১৬:১২
পেনশন নীতিমালা সংস্কার আন্দোলন

রাবি-রুয়েটে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক

রাবি প্রতিনিধি

রাবি-রুয়েটে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক

সর্বজনীন পেনশন নীতিমালা ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকবৃন্দ। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। 

রবিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘পেনশন নীতিমালা প্রত্যাহারের দাবিতে গত দুমাস থেকে শিক্ষকরা বিভিন্নভাবে আন্দোলন করে আসছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সরকার এ ব্যাপারে কোন সাঁড়া দেননি। যা শিক্ষকদের হতাশ করেছে। এ নীতিমালায় শিক্ষকরা ক্ষুব্ধ। তাই ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ১ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’

রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান বলেন, ‘পেনশন নীতিমালা প্রত্যাহার না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’

এর আগে, গত ২০ মার্চ এক প্রজ্ঞাপনে সার্বজনীন পেনশন ব্যবস্থায় নতুন স্কিম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে অর্থ মন্ত্রণালয়। এ স্কিমে দেশের চারশোর বেশি স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মীদের বাধ্যতামূলকভাবে এই কর্মসূচির অন্তর্ভুক্ত হতে হবে। তবে এ নীতিমালা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৈষম্য অ্যখ্যা দিয়ে গত ২ মাস থেকে আন্দোলন করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর