৩০ জুন, ২০২৪ ১৮:৩৮

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলনে ইবি শিক্ষক-কর্মকর্তারা

ইবি প্রতিনিধি:

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলনে ইবি শিক্ষক-কর্মকর্তারা

অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-কর্মকর্তারা।

শনিবার দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। এ ছাড়া বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষদ ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মবিরতির অংশ হিসেবে আজ সকল বিভাগের ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা চালু ছিল। এ ছাড়া ১ জুলাই দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেন শিক্ষকরা। 

এদিকে প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে ১০টা থেকে ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছেন কর্মকর্তারা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘কেন্দ্রীয় শিক্ষক সমিতি ফেডারেশন ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেছে। ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে আমরাও ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করবো। কর্মবিরতির অংশ হিসেবে সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আজ রাতে সমিতির অনলাইন সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিষয়টি ঘোষণা করা হবে।’

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর