শিরোনাম
৩০ জুন, ২০২৪ ১৯:১২

সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা জাবি শিক্ষকদের

জাবি প্রতিনিধি:

সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা জাবি শিক্ষকদের

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা। আগামীকাল সোমবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

রবিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন শেষে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা।

এবিষয়ে জাবি শিক্ষক সমিতির সভাপতি ও আইবিএ বিভাগের অধ্যাপক মো. মোতাহার হোসেন বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে প্রত্যয় স্কিম বাতিলে দাবিতে আমরা জাবির শিক্ষকরা এতোদিন অর্ধদিবস ও পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছি। কিন্তু আমাদের এ দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে এখনো কোন আশ্বাস দেওয়া হয়নি। যার কারণে আমরা ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছি। এ কর্মসূচি পালনকালে বিশ্ববিদ্যালয়ের সবধরনের শ্রেণি কার্যক্রম, পরীক্ষা, এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর