১ জুলাই, ২০২৪ ২০:১৪

পবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিতরতি ও অবস্থান ধর্মঘট

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিতরতি ও অবস্থান ধর্মঘট

বৈষম্যমূলক পেনশন প্রজ্ঞাপন বাতিল, সুপার গ্রেড ও স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে সারাদেশের ন্যায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রধান ফটকে পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান মিয়ার নেতৃত্বে এ অবস্থান ধর্মঘট শুরু হয়। 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক সমিতির সহ সভাপতি অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুন উর রশিদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক মো: নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো: আরিফুল আলম, সদস্য অধ্যাপক ড. কাজী শারমীন আক্তার প্রমূখ। বক্তারা শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পবিপ্রবিতে কর্মবিরতিসহ সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর