৩ জুলাই, ২০২৪ ১৯:২০

জাবিতে সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত, সেশনজটের শঙ্কা শিক্ষার্থীদের

জাবি প্রতিনিধি

জাবিতে সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত, সেশনজটের শঙ্কা শিক্ষার্থীদের

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে তৃতীয় দিনেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত রয়েছে।

বুধবার (৩ জুলাই) সারাদিন বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিভাগ ও দপ্তরের যথাক্রমে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। যতদিন দাবি আদায় না হবে ততদিন পর্যত কর্মবিরতি কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে, সর্বাত্মক কর্মবিরতির কারণে শিক্ষাজীবন দীর্ঘ হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মবিরতি কর্মসূচির কারণে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির ৯টি বিভাগের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। 

তবে কর্মবিরতির সম্পর্কে জানতে চাইলে জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, ধারাবাহিকভাবে কর্মবিরতি চলতে থাকলে শিক্ষার্থীসহ আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো। আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই। কিন্তু যতদিন আমাদের যৌক্তিক দাবি প্রত্যয় স্কিম বাতিল করা হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর