৪ জুলাই, ২০২৪ ১৮:৪৩

আন্দোলনে অচল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক রংপুর

আন্দোলনে অচল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা- কর্মচারীদের লাগাতার আন্দোলনে অচল হয়ে পড়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলনে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম।বন্ধ রয়েছে শিক্ষার্থীদের সব অ্যাকাডেমিক ক্লাস ও পরীক্ষা। এমনকি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে বন্ধ রয়েছে শিক্ষার্থীদের যাতায়াতের বাসও।

সোমবার থেকে বেরোবিতে আন্দোলন শুরু হয়। বৃহস্পতিবারও  কর্মসূচি চলছে। শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। 

শিক্ষার্থীরা কবে ক্লাসে ফিরবেন, কবে শুরু হবে বন্ধ হয়ে যাওয়া পরীক্ষাগুলো তা বলার উপায় নেই। সরকার যদি শিক্ষকদের দাবিকৃত ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহার করে তবেই বিশ্ববিদ্যালয়ে আবার স্বাভাবিক পাঠদান ও পরীক্ষা শুরু হবে।

এদিকে শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের বিরুদ্ধে আন্দোলনের মাঠে রয়েছেন। বৃহস্পতিবার দুপুর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে বিক্ষোভ ও পদযাত্রা কর্মসূচি পালন করে। 

বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ বলেন, বৈষম্যমূলক এই পেনশন স্কীম জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা যে আন্দোলন করছি, সেটা শুধু আমাদের আন্দোলন নয়, এটা আমাদের শিক্ষার্থী ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আন্দোলন।

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর