৭ জুলাই, ২০২৪ ১৯:০৮

সিসিএন বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

কুমিল্লা প্রতিনিধি

সিসিএন বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল ২০২৪ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কুমিল্লার কোটবাড়ীর চৌধুরী স্টেট এলাকার সিসিএন ক্যাম্পাসে রবিবার ওই ওরিয়েন্টেশন সম্পন্ন হয়।

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর প্রকৌশলী মো. শাহ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ডক্টর মো. তারিকুল ইসলাম চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের অবৈতনিক পরিচালক (প্রশাসন) ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়ামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাডভাইজার ও রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের, লিবারেল আর্টস ফ্যাকাল্টির ডিন ড. আলী হোসেন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির উপ-পরিচালক ও আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এসময় ইংরেজি বিভাগের চেয়ারম্যান মনির হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কো-অর্ডিনেটর, শিক্ষার্থী অভিভাবকরা অনুভূতি ব্যক্ত করেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ফল সেমিস্টারের প্রায় তিনশ শিক্ষার্থী ও তাদের শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর