৮ জুলাই, ২০২৪ ১৬:৫৩

শিক্ষক সমিতির কর্মবিরতিতে অচল যবিপ্রবি

নিজস্ব প্রতিবেদক, যশোর:

শিক্ষক সমিতির কর্মবিরতিতে অচল যবিপ্রবি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, জাতীয় বেতনস্কেলে সুপারগ্রেডে অন্তর্ভূক্তি ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত রয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে সোমবারও ক্লাস, পরীক্ষা ও সব ধরণের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। সর্বাত্মক কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। 

কর্মসূচি চলাকালে আগের কয়েকদিনের মতো সোমবারও যবিপ্রবির শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীস চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে বেলা ১২টা থেকে একটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় সেখানে বক্তৃতাকালে যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে যবিপ্রবি শিক্ষক সমিতিও দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি পালন করে যাচ্ছে। তিনি আশংকা প্রকাশ করে বলেন, সুযোগ সুবিধা কমিয়ে দেওয়ায় মেধাবীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। কর্মসূচি চলাকালে যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন।  

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর