শিরোনাম
৮ জুলাই, ২০২৪ ১৯:৫৮

এক দফা দাবিতে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি প্রতিনিধি

এক দফা দাবিতে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

কোটা সংস্কারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবারও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিকেল ৩টা থেকে শুরু হয় এ অবরোধ কর্মসূচি, চলে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ।

এদিকে টানা প্রায় ৪ ঘণ্টার অবরোধের কারণে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সাভারের থানা স্ট্যান্ড থেকে নবীনগর পর্যন্ত এ যানজট দেখা গেছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অধিকাংশ যাত্রীকেই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

শিক্ষার্থীদের এক দফা দাবি হলো সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ব্যতীত চাকরিতে সবধরনের কোটাকে বাতিল করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫১ ব্যাচের ছাত্রী সোহাগি সামিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা অযৌক্তিক। আমাদের দাবি অনগ্রসর, বঞ্চিত মানুষ ছাড়া সবার কোটা বাতিল করতে হবে। 

চলমান ‘বৈষম্য বিরোধী’ ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহফুজ ইসলাম মেঘ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিচার বিভাগ বলছে আমরা তাদের রায়ের বিরুদ্ধে আন্দোলন করছি। কিন্তু তাদের বিরুদ্ধে নয় বরং জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আদালত তো জনস্বার্থের বিরুদ্ধে রায় দিতে পারে না। আমাদের দাবি যদি দ্রুত মেনে না নেওয়া হয় তবে দিনব্যাপী অবরোধ কর্মসূচিতে যাবো। প্রয়োজনে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর