৯ জুলাই, ২০২৪ ২০:২৮

‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে জাবিতে শিক্ষক- কর্মকর্তা-কর্মচারীদের মিছিল

জাবি প্রতিনিধি

‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে জাবিতে শিক্ষক- কর্মকর্তা-কর্মচারীদের মিছিল

সর্বজনীন পেনশন ব্যবস্থার ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে সর্বাত্মক কর্মবিরতির পাশাপাশি এবার বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মকর্তা ও কর্মচারীরা। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। 

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর ও সমাজবিজ্ঞান সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। 

এছাড়া, ওইদিন বেলা ১১টার দিকে একই দাবিতে শহীদ মিনার চত্বর থেকে একটি মৌন মিছিল বের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধ-শতাধিক শিক্ষক অংশ নেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অতি দ্রুত সময়ে প্রত্যয় স্কিম বাতিলের দাবি জানান।

জাবি অফিসার সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীরা অতীত থেকে একটা পেনশন স্কিমের অধীনে আছি। নতুন করে আমাদের উপর প্রত্যয় স্কিম চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এ স্কিম মানি না। আমাদেরকে প্রত্যয় স্কিম থেকে বাদ দেওয়া হোক। যতদিন আমাদের দাবি বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। 

এদিকে দ্রুত সময়ে প্রত্যয় স্কিম বাতিল না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, আমরা আজ মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছি। দাবি আদায় না হলে আরও কঠিন কর্মসূচিতে যাব।

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর