১০ জুলাই, ২০২৪ ১১:৫১

কোটাবিরোধী আন্দোলন: সাইন্সল্যাব মোড় অবরোধ

অনলাইন ডেস্ক

কোটাবিরোধী আন্দোলন: সাইন্সল্যাব মোড় অবরোধ

কোটাবিরোধী আন্দোলনে এক দফা দাবিতে আজ শুরু হয়েছে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি। সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেন শত শত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

সাইন্সল্যাব মোড় অবরোধে অংশ নেয়াদের অধিকাংশই ঢাকা কলেজের শিক্ষার্থী। সকালে কলেজের সামনে থেকে মিছিল নিয়ে এসে তারা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। এতে প্রধান ও শাখা সড়কগুলোতে সৃষ্টি হয় যানজট।

এর আগে, মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকড’ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ অনুযায়ী সারা দিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এ কর্মসূচির আওতায় থাকবে।

এদিকে, রাজধানীর শাহবাগে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের কটূক্তির প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশ করছে বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রজন্ম ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সব সংগঠন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর