১০ জুলাই, ২০২৪ ২০:২৬

বাংলা ব্লকেড: শাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, মারাত্মক দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বাংলা ব্লকেড: শাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, মারাত্মক দুর্ভোগ

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

কোটা সংস্কারের এক দফা দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঁশের ব্যারিকেড দিয়ে প্রায় পাঁচ ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে। এতে দীর্ঘযানজটে নাকাল হতে হয়েছে যাত্রীদের। 

বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। বাঁশের ব্যারিকেড দিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেন। 

এতে সড়কের উভয় পাশে অন্তত পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আটকা পড়েন হাজার হাজার যাত্রী। বিকেল ৫টায় তারা অবরোধ তুলে নেন। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর