১১ জুলাই, ২০২৪ ১৬:৪৫

দাবি আদায়ে এগারো দিনেও অনড় রাবি শিক্ষক-কর্মকর্তারা

রাবি প্রতিনিধি

দাবি আদায়ে এগারো দিনেও অনড় রাবি শিক্ষক-কর্মকর্তারা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এগারো দিনেও চলছে পেনশনস্কিম বিরোধী আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালবে বলে জানান শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে পৃথক কর্মসূচি এ ঘোষণা দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক বলেন, উপাচার্যদের আমরা আমলাদের সঙ্গে তুলনা করে ফেলেছি। তাদেরকে বলেছি যে, 'আপনারা বিবৃতি দিচ্ছেন না কেন? আপনারা প্রথমে শিক্ষক, তারপর প্রশাসক। এই আন্দোলন আপনাদের জন্যও। সুতরাং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

জানা গেছে, সর্বজনীন পেনশনস্কিমের বিরুদ্ধে অবস্থান নিয়ে দাফতরিক কার্যক্রম বর্জন করে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে এ আন্দোলন করছেন তারা।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর