১১ জুলাই, ২০২৪ ১৯:৩২

কোটা আন্দোলনে হামলার প্রতিবাদে রাবিতে অবরোধ

রাবি প্রতিনিধি :

কোটা আন্দোলনে হামলার প্রতিবাদে রাবিতে অবরোধ

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার একটি যৌক্তিক আন্দোলন। দাবি আদায়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছে। কিন্তু শান্তিপূর্ণ এই আন্দোলনে পুলিশ হামলা চালিয়েছে। রক্তাক্ত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। 

জানা গেছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এদিকে, কোটা আন্দোলনের নামে বিশৃঙ্খলা ঠেকাতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। 

সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘কোটা আন্দোলনের নামে যদি কেউ বিশৃঙ্খলা করে কিংবা আন্দোলনের ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে, তাহলে ছাড় দেয়া হবে না।’

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর