১৪ জুলাই, ২০২৪ ১২:৩৬

রাবি শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল রাজপথ

ডিসি কার্যালয় অভিমুখে পথযাত্রা

রাবি প্রতিনিধি

রাবি শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল রাজপথ

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

বিক্ষোভ মিছিলে ফের উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির নিকট আবেদন জানাতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় অভিমুখে পথযাত্রা করেছেন শিক্ষার্থীরা। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে এ যাত্রা শুরু হয়।

শিক্ষার্থীরা বলছেন, অবিলম্বে সংসদে জরুরি অধিবেশনের মাধ্যমে আইন পাস করে কোটা পদ্ধতির সংস্কার করতে হবে। যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

শিক্ষার্থীদের দাবি, সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে (সর্বোচ্চ ৫%) এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর সাহেব বাজার হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পথযাত্রা নিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এ বিক্ষোভে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কলেজের কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী অংশ নেন। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর