১৫ জুলাই, ২০২৪ ১৭:২২

নতুন বাজার ছেড়েছেন কোটা আন্দোলনকারীরা, যানচলাচল শুরু

অনলাইন প্রতিবেদক

নতুন বাজার ছেড়েছেন কোটা আন্দোলনকারীরা, যানচলাচল শুরু

রাজধানীর প্রগতি সরণির নতুন বাজার এলাকার রাস্তা ছেড়ে দিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর ফলে নতুন বাজার থেকে রামপুরাগামী রাস্তায় আবারো যান চলাচল শুরু হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাস্তা ছেড়ে যান বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। 

এর আগে সোমবার দুপুরের দিকে কোটা সংস্থার সহ নানা দাবিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকশ’ শিক্ষার্থী রাজধানীর নতুন বাজার থেকে রামপুরাগামী রাস্তা অবরোধ করে নানা স্লোগান দিতে থাকেন। তাদের এই অবরোধের ফলে প্রগতি সরণির নতুন বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এ সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’, ‘৭১ হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’, ‘রাজাকার রাজাকার’, ‘কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এরপর বিকেল সাড়ে ৪টার দিকে রাস্তা ছেড়ে চলে যায় শিক্ষার্থীরা। এরপর নতুন বাজার থেকে রামপুরাগামী রাস্তায় আবারো যান চলাচল শুরু হয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর