১৫ জুলাই, ২০২৪ ১৯:৩৪

কোটা সংস্কারের দাবিতে খুলনায় বিক্ষোভ, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

কোটা সংস্কারের দাবিতে খুলনায় বিক্ষোভ, সড়ক অবরোধ

খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের রায় বাতিল, কোটাপদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের দাবিতে খুলনায় জিরোপয়েন্ট ও সাচিবুনিয়া মোড়ে সড়ক অবরোধ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা।

আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর জিরোপয়েন্ট মোড়ে জড়ো হয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে জিরোপয়েন্টের চতুর্দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। খুলনা-সাতক্ষীরা, খুলনা-বাগেরহাট, খুলনা-ঢাকাসহ বিভন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা।

এ সময় শিক্ষার্থীরা কোটাপদ্ধতি সংস্কার ও ঢাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জাানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

পরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা রূপসা বাইপাসের সাচিবুনিয়া মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

বিডি প্রতিদিন/জুনাইদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর