১৬ জুলাই, ২০২৪ ০০:৫৩

শাবিপ্রবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ, স্মারকলিপি

শাবিপ্রবি প্রতিনিধি :

শাবিপ্রবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ, স্মারকলিপি

কোটা সংস্কার ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

সোমবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা গোল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় শিক্ষার্থীরা শাবিপ্রবিসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিলে হওয়া হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান।

এদিকে, শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের ব্যাপারে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, স্মারকলিপিটি আমি এখনো দেখিনি। দেখার পরে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিব পরবর্তীতে কি করা যায়।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর