১৬ জুলাই, ২০২৪ ১৫:২৪

কোটা আন্দোলনে হামলার প্রতিবাদে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি প্রতিনিধি

কোটা আন্দোলনে হামলার প্রতিবাদে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

কোটা আন্দোলনে হামলার প্রতিবাদে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

কোটা সংস্কার আন্দোলন ও হামলার প্রতিবাদে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের বাধার প্রতিবাদে মঙ্গলবার এই আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের হামলা ও কোটা সংস্কারের দাবিতে আমরা আন্দোলন করছি।  এটা ছাত্রসমাজের ন্যায্য অধিকার। কেউ যদি শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে, তাহলে ছাড় দেওয়া হবে না।

বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে এ বিক্ষোভ শুরু করেন হাজার হাজার শিক্ষার্থী। এতে নারী হলের শিক্ষার্থীও অংশ নেন। 

এদিকে, শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদেরকে হলে হলে বসে আটকানোর চেষ্টা করছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা দুপুর থেকে ক্যাম্পাসে বাইক শোডাউন দিচ্ছিল। তবে শিক্ষার্থীরা বের হওয়ার পর ক্যাম্পসে ছাত্রলীগের আর কোনও শোডাউন দেখা যায়নি। 

নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা ক্যাম্পাসে অবস্থান করছি। কোনও বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সেজন্য চেষ্টা করছি।

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর