১৬ জুলাই, ২০২৪ ১৭:১৩

ধাওয়া- পাল্টা ধাওয়ার পর মুরাদপুরে কোটা আন্দোলনকারীদের অবস্থান

চবি প্রতিনিধি

ধাওয়া- পাল্টা ধাওয়ার পর মুরাদপুরে কোটা আন্দোলনকারীদের অবস্থান

মুরাদপুরে কোটা আন্দোলনকারীদের অবস্থান

সরকারি চাকরিতে কোটা সংস্কার ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামালার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় দুই দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হয়।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার পর চট্টগ্রাম নগরের মুরাদপুরে অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। 

এ পর্যায়ের উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া করতে দেখা যায়। একপক্ষকে ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতে দেখা যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (৪ টা ২৪ মিনিট) শিক্ষার্থীরা চট্টগ্রামের মুরাদপুরে অবস্থান করছেন। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন।

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর