১৭ জুলাই, ২০২৪ ১২:৩৪

খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রশাসন থেকে সকল শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, বুধবার বিকাল ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে।

বুধবার সকালে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়ার পর, খুবির প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।

তবে, আন্দোলনরত শিক্ষার্থীরা এখনই হল ত্যাগ করছেন না বলে জানিয়েছেন। তারা আজ দুপুরে নিহত আন্দোলনকারীদের রূহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা এবং জিরোপয়েন্ট মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর