১৭ জুলাই, ২০২৪ ১৭:৫২

ঢাবিতে কোটা আন্দোলনকারীদের গায়েবানা জানাজা

অনলাইন ডেস্ক

ঢাবিতে কোটা আন্দোলনকারীদের গায়েবানা জানাজা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভিসি চত্বরে সামনে গায়েবানা জানাজা আদায় করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল সারাদেশে নিহতদের স্মরণে আজ বুধবার (১৭ জুলাই) বিকাল ৪টার দিকে ছয়টি কফিন সামনে রেখে জানাজা আদায় করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা হল ত্যাগ না করার বিষয়ে অনড় থাকার ঘোষণা দেন তারা।  

এদিকে, শাহবাগ এলাকায় ছাত্রলীগ ও যুবলীগ অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করছে। এসময় বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্য মোতায়েন দেখা যায়। কাউকে পরিচয়পত্র দেখানো ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।

এদিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধা, ছাত্র ও জনতার ব্যানারে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করা হয়। সেখানে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত রয়েছেন। জানাজার পর তারা সেখানেই অবস্থান করছেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর