১৭ জুলাই, ২০২৪ ১৮:২২

জবিতে কোটা আন্দোলনকারীদের গায়েবানা জানাজা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জবিতে কোটা আন্দোলনকারীদের গায়েবানা জানাজা

কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা যাওয়ার ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গায়েবানা জানাজা আদায় করেছে শিক্ষার্থীরা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ-সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সবার সামনে লাঠিসোঁটা, ইট-পাটকেল, বাঁশ, লোহার পাইপ, স্ট্যাম্প ও রড দেখা যায়।

গায়েবানা জানাজা নামাজের ইমামতি করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফেজ শাহ জালাল। জানাজার নামাজ আদায় শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া মোনাজাত করে।

এর আগে, দুপুর থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা সবাই লাঠিসোঁটা, ইট-পাটকেল, বাঁশ, লোহার পাইপ, স্ট্যাম্প, রড হাতে বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়ে ক্যাম্পাস নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর