১৭ জুলাই, ২০২৪ ১৮:৩৮

জবির প্রশাসনিক ভবন ঘেরাও, ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জবির প্রশাসনিক ভবন ঘেরাও, ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে স্মারকলিপি জমা দিয়েছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

বুধবার বিকেলে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেনের কাছে এ স্মারকলিপি জমা দেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কটূক্তি করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

শিক্ষার্থীদের ছয় দফা দাবি-

১. আজীবনের জন্য ক্যাম্পাসে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

২. ছাত্রীদের হল খোলা রাখতে হবে এবং তাদের সার্বিক সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করে তাদের নিরাপত্তা দিতে হবে। 

৩.যারা কোটা সংস্কারের এই আন্দোলনে হতাহত হয়েছে তাদের সকল প্রকার চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে। 

৪. কোনো শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ছাত্রলীগকে যে কোনো প্রকার সহযোগিতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 

৫. হলবিহীন এই ক্যাম্পাসে মেসে অবস্থান করা সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৬. এই আন্দোলনে হামলাকারী এবং মেসে হামলাকারীদের প্রশাসনে সোপর্দ করতে হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সকল প্রকার আইনি সহায়তা প্রদান করার নিশ্চয়তা দিতে হবে।

শিক্ষার্থীদের দাবির প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, ছাত্রলীগ গতকাল মঙ্গলবার বাস নিয়ে যাওয়ার সময় আমার অনুমতি নেয়নি। এ বিষয়টি খতিয়ে দেখা হবে। তারা আমাদের না জানিয়ে বাস কীভাবে নিয়ে গেল। শিক্ষার্থীদের দাবিগুলো আমরা শুনেছি। আমরা পরবর্তীতে বসে সিদ্ধান্ত নেব।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর