শিরোনাম
১৭ জুলাই, ২০২৪ ২১:১৫

ইবিতে কোটা আন্দোলনকারীদের চার ঘণ্টা ক্যাম্পাস দখল

ছাত্রলীগ কার্যালয় ভাঙচুর

ইবি প্রতিনিধি

ইবিতে কোটা আন্দোলনকারীদের চার ঘণ্টা ক্যাম্পাস দখল

এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় তাদের হাতে লাঠি, রড নিয়ে পুরো ক্যাম্পাস চার ঘণ্টা দখল নিয়ে অবস্থান করেন। ক্ষুব্ধ আন্দোলনকারীরা শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করেন।

বুধবার বিকেল ৩টায় ক্যাম্পাসের মূল ফটক থেকে মিছিল নিয়ে বটতলা এসে একত্রিত হয় আন্দোলনকারীরা। এরপর আন্দোলনে অংশ নিয়ে মৃত্যুবরণ করা শিক্ষার্থীদের গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর বিক্ষোভ মিছিল নিয়ে জিয়া মোড় এলাকায় এসে ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করেন। পরে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। অবস্থান নেওয়ার দেড় ঘণ্টা পর উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন আন্দোলনকারী ১০ সদস্যের একটি দল।

এ সময় তারা দাবি করেন, ক্যাম্পাস ছাত্র রাজনীতিমুক্ত করতে হবে, হল বন্ধের নির্দেশ প্রত্যাহার করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে প্রতিনিধি দল বাসভবন ত্যাগ করেন। পরে সন্ধ্যা ৬টায় আন্দোলন শেষ করেন।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘সরকারি সিদ্ধান্তের আলোকে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত পরিবর্তনটাও সময়সাপেক্ষ ব্যাপার। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব।’

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘আমরা কোটা সংস্কারের যৌক্তিক দাবি হোক, এটা আমরাও চাই। তবে কোটা সংস্কারের নামে ছাত্রদল, শিবির দিয়ে আন্দোলন করিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। আজ আমাদের সংগঠনের প্রাণ ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করেছে। আমরা তাদের খুঁজে খুঁজে এর প্রতিশোধ নেব।’

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর