৩ আগস্ট, ২০২৪ ১৭:৫৭

ইবিতে ছাত্রলীগের অফিস ভাঙচুর

ইবি প্রতিনিধি

ইবিতে ছাত্রলীগের অফিস ভাঙচুর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিয়া মোড় সংলগ্ন ছাত্রলীগের অফিস ভাঙচুর করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ শনিবার আন্দোলন চলাকালে ভাঙচুর এবং নাম পরিবর্তন করেন তারা।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দেয়ালে ‘ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, গো শেখ হাসিনা, রিয়েলিটি মেনে নাও, তোমার বারোটা বেজে গেছে’ ইত্যাদি স্লোগান লেখেন আন্দোলনকারীরা। ফলে নতুন রূপ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটটি। এর আগে এক দফা দাবিতে বেলা ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান ফটক থেকে শুরু করে শেখপাড়া বাজার ঘুরে ফটকের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।

এদিকে, বৈষম্যবিরোধী শিক্ষক সমাজের ব্যানারে প্রথম দিনের মতো আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় শিক্ষকরা নিরাপরাধ শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদ জানান এবং এর সুষ্ঠু বিচার দাবি জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান, অধ্যাপক এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক এটি এম মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর