৯ আগস্ট, ২০২৪ ০৯:২৬

রাত জেগে হল পাহারায় শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

রাত জেগে হল পাহারায় শিক্ষার্থীরা

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা রাত জেগে হল পাহারা দিচ্ছেন।

গত সোমবার (০৫ আগস্ট) শেখ হাসিনার পতনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতি না থাকায় অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি হয়। এমন অবস্থায় ছাত্র হলে কোনো শিক্ষার্থী অবস্থান না করায় তাদের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে। যা বিভিন্ন মাধ্যমে জানতে পারে সাধারণ শিক্ষার্থীরা। এরপর বৃহস্পতিবার (০৮ আগস্ট) তারা হলের নিরাপত্তার স্বার্থে হলে অবস্থানের সিদ্ধান্ত নেয় তারা।

এদিন রাত ১১ টায় সরেজমিনে গিয়ে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরাসহ শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন। 

তারা জানায়, হলের নিরাপত্তার জন্য এবং একাডেমিক ও প্রশাসনিক ভবন পাহারা দিচ্ছি। অধিক গুরুত্বপূর্ণ হওয়ায় এ দুটি ভবনের নিরাপত্তা চেয়ে সেনাবাহিনীর কাছেও আবেদন জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর