শিরোনাম
১০ আগস্ট, ২০২৪ ২০:০৭

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে রাবিতে প্রদীপ প্রজ্বলন

রাবি প্রতিনিধি

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে রাবিতে প্রদীপ প্রজ্বলন

কোটা আন্দোলনের মাধ্যমে ছাত্র অভ্যুত্থানে শহিদদের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এ প্রদীপ প্রজ্বলন করা হয়। 

প্রদীপ প্রজ্বলন শেষে শিক্ষার্থীরা বলেন, আমাতের সংগ্রাম এখনও শেষ হয়নি। এদেশে ফ্যাসিবাদী শক্তি এখনও সক্রিয়। তাদের হাত থেকে এ দেশকে রক্ষার পাশাপাশি একটি বৈষম্যহীন সমাজ বিনির্মানে নিশ্চিত করার মাধ্যমেই এই সংগ্রাম শেষ হবে। সাম্য, সৌহার্দ্য ও নৈতিক বলে বলিয়ান হয়ে একটি উন্নত দেশ গড়ার মাধ্যমে ছাত্র অভ্যুত্থানে শহিদদের মর্যাদা এই বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ করেন তারা। 

প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর