১৭ আগস্ট, ২০২৪ ১০:৩৩

কলকাতায় চিকিৎসককে ধর্ষণ-হত্যা : ‘রাত দখল’ কর্মসূচিতে ঢাকার মেয়েরাও

অনলাইন ডেস্ক

কলকাতায় চিকিৎসককে ধর্ষণ-হত্যা : ‘রাত দখল’ কর্মসূচিতে ঢাকার মেয়েরাও

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল পুরো ভারত। কলকাতার সেই ঘটনার প্রতিবাদে সংহতি জানিয়ে এবার রাস্তায় নেমেছেন ঢাকার মেয়েরাও। শুক্রবার ‘রাত দখল’ কর্মসূচি পালন করেন তারা।

শুক্রবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হন। তখন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেন।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া এক নারী জানান, আরজি করের ঘটনার প্রতিবাদ এবং এ ধরনের ঘটনা যেন বাংলাদেশে না ঘটে সেকারণে ‘রাত দখল’ কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা।

গত ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় ওই চিকিৎসকের মরদেহ। এ ঘটনার প্রতিবাদে দফায় দফায় ভারতজুড়ে চলছে বিক্ষোভ। বুধবার রাতে ‘রাত দখল’ কর্মসূচি শুরু করেন কলকাতার মেয়েরা। এই আন্দোলন ছড়িয়ে পড়ে ভারতের অন্য রাজ্যগুলোতেও।

বিডি প্রতিদিন/জুনাইদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর