১৭ আগস্ট, ২০২৪ ২১:৪৮

শিক্ষার্থীদের কাছে ববি উপাচার্যের দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শিক্ষার্থীদের কাছে ববি উপাচার্যের দুঃখ প্রকাশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২২ দফা নিয়ে আলোচনা সভা করেছেন উপাচার্য ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স হলে এ সভা হয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল কাইউম বলেন, শিক্ষার্থীদের ২২ দফা দাবি নিয়ে তাদের সাথে আলোচনা সভা হয়েছে। সভায় শিক্ষার্থীদের সাথে খোলামেলা আলোচনা হয়েছে। ভিসি শিক্ষার্থীদের দাবি দ্রুত সময়ের মধ্যে পূরণের আশ্বাস দিয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। প্রক্টরও আন্দোলনের সময় তার কর্মকাণ্ডের জন্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। 

আলোচনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন মঞ্জু, সুজয় বিশ্বাস শুভ, রাকিব হোসেন, শাহেদ। শিক্ষার্থীরা উপাচার্যের কাছে দাবিগুলো অতিদ্রুত বাস্তবায়নের দাবি জানান।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর