২১ আগস্ট, ২০২৪ ১৩:৪৯

রাবির শিক্ষা কার্যক্রম দ্রুত শুরুর আহ্বান জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

রাবি প্রতিনিধি

রাবির শিক্ষা কার্যক্রম দ্রুত শুরুর আহ্বান জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক কার্যক্রম দ্রুত শুরুর আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বুধবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম। 

বিবৃতিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই আন্দোলন করতে গিয়ে ছাত্র-ছাত্রীরা একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পুষিয়ে উঠার জন্য বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম দ্রুত শুরু হওয়া দরকার। দেশের সবকটি বিশ্ববিদ্যালয়ের সাথে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজশাহী বিশ্ববিদ্যালয়েও উপাচার্য সহ প্রশাসনিক পদগুলো শূন্য হয়ে পড়ায় একাডেমি কার্যক্রম চালু হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে আন্তরিকতার সাথে কাজ করছেন। তবে কালক্ষেপণ না করে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন তারা। 

এর আগে, গত ৮ আগস্ট থেকে বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রায় ৮০ জন পদত্যাগ করেছেন। এতে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর