শিরোনাম
২৪ আগস্ট, ২০২৪ ১০:৪০

টিএসসিতে ত্রাণ দিয়েছে সংখ্যালঘু অধিকার আন্দোলন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

টিএসসিতে ত্রাণ দিয়েছে সংখ্যালঘু অধিকার আন্দোলন

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কয়েকজন প্রতিনিধি ত্রাণ জমা দেন। ত্রাণ জমা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে একটি সংক্ষিপ্ত ব্রিফিং করেন তারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বুথে ত্রাণ দিয়ে কার্যক্রমে অংশ নিয়েছেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিনিধিরা।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কয়েকজন প্রতিনিধি ত্রাণ জমা দেন। ত্রাণ জমা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে একটি সংক্ষিপ্ত ব্রিফিং করেন তারা।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক আহনাফ সাইদ খান, লুৎফর রহমান এবং সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিনিধি অর্থী দে এবং সুস্মিতা করসহ কয়েকজন উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন মন্দিরের দর্শনার্থীসহ মাঠ পর্যায়ে তারা এই ত্রাণ সংগ্রহ করেছেন বলে জানান।

অর্থী দে বলেন, ‘মানুষ ত্রাণ দেওয়ার পর যে প্রয়োজনীয় জিনিসগুলো কম এসেছে বা অভাব রয়েছে, সেগুলো তালিকা করে আমরা দেওয়ার চেষ্টা করেছি। সমম্বয়কদের সাথে কথা বলে আগেই একটা তালিকা নিয়েছিলাম। প্যাকেট করার বস্তা, ওষুধ, বাচ্চাদের খাবার, দড়িসহ এরকম কয়েকটি জিনিস আমরা দেওয়ার চেষ্টা করেছি।’

সমম্বয়ক লুতফর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে অসংখ্য হিন্দু-মুসলিম নিহত হয়েছেন। নতুন বাংলাদেশে হিন্দু ও মুসলিম সবাই নিজেদের অধিকার নিয়ে থাকবে। দল-মত নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। অর্থ বড় নয়, তারা যে চেষ্টা করে আমাদের সাথে অংশ নিয়েছেন তাই বড়। এটাই সম্প্রীতির বাংলাদেশ।’

বিডি প্রতিদিন/জুনাইদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর