শিরোনাম
২৬ আগস্ট, ২০২৪ ২১:৩৫

বন্যায় বিপর্যস্ত এলাকায় রান্না খাবার পৌঁছে দিচ্ছে ঢাবি ছাত্রদল

অনলাইন ডেস্ক

বন্যায় বিপর্যস্ত এলাকায় রান্না খাবার পৌঁছে দিচ্ছে ঢাবি ছাত্রদল

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ও বটতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে রান্না করা খাবার এবং চিকিৎসা সামগ্রী পৌঁছে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (২৫ আগস্ট) সারাদিন ঢাবি ছাত্রদলের এই কর্মসূচি পালিত হয়। 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাহন সহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি টিম ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন।

বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত পানিবন্দী মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আগামী কয়েকদিন এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান ঢাবি ছাত্রদলের সভাপতি।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর