২ সেপ্টেম্বর, ২০২৪ ০১:০১

বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য ধানের চারা তৈরি করছেন বশেমুরকৃবি’র শিক্ষার্থীরা

গাজীপুর প্রতিনিধি

বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য ধানের চারা তৈরি করছেন বশেমুরকৃবি’র শিক্ষার্থীরা

চলমান ভয়াবহ বন্যায় দেশে ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের জন্য ধানের চারা ও কৃষি উপকরণ তৈরি করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) শিক্ষাথীরা। এ উপলক্ষ্যে কৃষিতত্ত্ব বিভাগের গবেষণা মাঠে তিন বিঘা (এক একর) জমিতে বিনা-১৭ ও বিআর-২৩ জাতের উচ্চফলনশীল ধানের বীজ বপন করা হয়। 

শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা প্রায় ৩০০ কেজি ধানের বীজ বপন করেন। প্রাথমিকভাবে বপন করা এ ৩০০ কেজি ধানের বীজ দিয়ে প্রায় ৭০ বিঘা জমিতে ধানের চাষাবাদ সম্ভব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বপ্রণোদিত উদ্যোগে এ কার্যক্রম সম্পাদিত হয়। এ উদ্যোগে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল বাছেত মিয়া, কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. মোঃ সাফিউল ইসলাম আফ্রাদ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম হিরা এ কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। 

উল্লেখ্য, বন্যা পরবর্তী সংকট নিরসনে ধানের চারাসহ শীতকালীন শাক-সবজির বীজ এবং অন্যান্য কৃষি উপকরণ বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হবে।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর