১১ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৩২

ইবিতে বৈষম্যহীন নিয়োগ প্রত্যাশীদের বিক্ষোভ

ইবি প্রতিনিধি

ইবিতে বৈষম্যহীন নিয়োগ প্রত্যাশীদের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যহীন ১৮তম নিবন্ধনের মাধ্যমে নিয়োগ প্রত্যাশীরা। এ সময় জাল সনদধারীদের চিহ্নিত করে নিয়োগ বাতিল এবং চলমান নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো গণবিজ্ঞপ্তি না দেওয়ার আহ্বান জানান তারা।

বুধবার বেলা সাড়ে ১১টায় ১৮ ও ১৯তম নিবন্ধন পরীক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তারা বলেন, ১৮তম নিবন্ধনে লিখিত পরীক্ষা দিয়েছে প্রায় সাড়ে তিন লাখ প্রার্থী। শিক্ষক সংকট দূর করতে ১৮তমদের অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি জাল সনদধারীদের চিহ্নিত করে নিয়োগ বাতিল করতে হবে। আর চলমান নিয়োগ প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করতে হবে এবং এটি শেষ না হওয়ার আগে আমরা আর কোনো গণবিজ্ঞপ্তি চাই না।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর