২০ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৫০

মব জাস্টিস বন্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মব জাস্টিস বন্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং মব জাস্টিস বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে হিউম্যান রাইটস সোসাইটি জবি শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মানবাধিকারের অবনতি হলে আমাদের হৃদয় রক্তাক্ত হয়। শিক্ষক-শিক্ষার্থী সবাইকে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সচেতন হতে হবে। পাহাড়ি এলাকা, বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে যে মব জাস্টিস হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমরা তার প্রতিবাদ করছি। পাহাড়ি সন্ত্রাসী দ্বারা পাহাড়ি ভাইদের অত্যাচার করা হচ্ছে। ঢাবি-জাবিতে হত্যা হচ্ছে। আমরা এসব অন্যায় বরদাশত করবো না। অন্তর্বর্তীকালীন সরকার এসব অন্যায়ের বিচারের নিশ্চিত করতে পারলে এটা বন্ধ হবে।

জবি হিউম্যান রাইটস সোসাইটি সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, আমরা এর আগে বিভিন্ন মানবাধিকার সংগঠনের একরোখা প্রতিবাদের চিত্র দেখেছি। আমরা একরোখা মানবাধিকার চাই না। সকলের মানবাধিকার নিশ্চিত করতে হবে। বিচারবহির্ভূত হত্যা, মব জাস্টিস বন্ধ করতে হবে। আইনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আইনের মাধ্যমেই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

সংগঠনটির সভাপতি মাসুদ রানা বলেন, বাংলাদেশে আইন আছে, আদালত আছে। একজন অন্যায় করলে সেই অন্যায়ের শাস্তি দেওয়ার অধিকার আরেকজনের নেই। অন্যায়ের শাস্তি দেবে আইন-আদালত। আবরার হত্যাকাণ্ডে যেভাবে খুনিদের শাস্তির আওতায় আনা হয়েছে, তোফাজ্জল হত্যার সঙ্গে জড়িতদেরও সেভাবে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। আমরা আগের মতো অস্থিতিশীল ক্যাম্পাস চাই না।

এ-সময় সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের  সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর