রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বিচার দাবি জানানো হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে পৃথক দুই মানববন্ধনে এ দাবি জানানো হয়।
অভিযুক্ত দুই শিক্ষক হলেন ফলিত রসায়ন বিভাগের ড. অনীক কৃষ্ণ কর্মকার ও প্রাচ্যকলা, চিত্রকলা ও ছাপচিত্র বিভাগের ড. সুজন সেন।
ড. অনীক কৃষ্ণের বিরুদ্ধে অশিক্ষকসূলভ আচরণ, মানসিক হেনস্থা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আনেন শিক্ষার্থীরা।ফলিত রসায়ন বিভাগের তৃতীয়বর্ষের ছাত্র মেহেদী হাসান বলেন, ড. অনীক শিক্ষার্থীদের নানা ভয়ভীতি দেখিয়েছেন। তার নিয়োগ নিয়েও আমাদের প্রশ্ন রয়েছে। তিনি অনার্সে সেকেন্ড ক্লাস পেয়ে পাশ করেছেন। অনার্সে সেকেন্ড ক্লাস পেয়ে তিনি কিভাবে শিক্ষক হয় সেটাও খতিয়ে দেখার বিষয়। তিনি শিক্ষক হওয়ার পরও তার শিক্ষক সুলভ আচরণ করতে পারেননি। বিষয়টি খতিয়ে দেখতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করব।
এদিকে, ড. সুজন সেনের বিরুদ্ধে অযোগ্যতা ও দুর্নীতির অভিযোগ এনে বিচার দাবি করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, ড. সুজন সেনের অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। কিন্তু ১৮ দিন হলেও এখন কমিটি শিক্ষার্থীদের সঙ্গে কোন যোগাযোগ করেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কোন শিক্ষকের নৈতিকতার স্থলন ঘটলে অপসারণের সুযোগ আছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার সর্বোচ্চ শাস্তি চাই। এছাড়া তার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা।
এর আগে, ড. সেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলন করেন বিভাগের শিক্ষার্থীরা। এই দাবির প্রেক্ষিতে একাডেমিক কার্যক্রম থেকে তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ